watch sexy videos at nza-vids!
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology News
Please Support Us | Donate Minimum 1$
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology Sports
Please Support Us | Donate Minimum 1$
শ্রীলঙ্কার ক্রিকেট নির্বাচক প্যানেলে সাঙ্গাকারা - Masudwap
»Latest Update
Tags: CRICKET

শ্রীলঙ্কার ক্রিকেট নির্বাচক প্যানেলে সাঙ্গাকারা


টি-২০ বিশ্বকাপর শুরুর মাত্র ৯ দিন আগে চমক এলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে। ৫ সদস্যের নির্বাচক প্যানেলে নিয়োগ দেওয়া হয়েছে কয়েক মাস আগে সাবেক হওয়া লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে।

নির্বাচক প্যানেলের প্রধান করা হয়েছে লঙ্কানদের আরেক গ্রেট সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভাকে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা নতুন নির্বাচক কমিটি নিয়োগ দেন।

৫ সদস্যের নির্বাচক প্যানেলে অন্য সদস্য হলেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রমেশ কালুবিথারানা, স্পিনার রঞ্জিথ মাদুরাসিংহে ও লালিথ কালুপেরুমা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রীড়ামন্ত্রী নতুন এই নির্বাচক কমিটি নিয়োগ দিয়েছেন। সম্প্রতি নিউজিল্যান্ড ও ভারত সফরে এবং এশিয়া কাপে দলের ব্যর্থতার কারণেই এই পরিবর্তন।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে নির্বাচক প্যানেলে সদস্য ছিলেন অরবিন্দ ডি সিলভা। আর সেসময় লঙ্কান দলের অধিনায়ক ছিলেন সাঙ্গাকারা। ওই বিশ্বকাপে রানারআপ হয় শ্রীলঙ্কা।

গত বছর আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাঙ্গাকারা। কালুভিতারানা শ্রীলঙ্কার হয়ে ৪৯টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অন্যদিকে কালুপেরুমা দুটি টেস্ট ও চারটি ওয়ানডেতে শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করেছেন। সাবেক অফ স্পিনার মাদুরাসিংহে লঙ্কান জার্সি গায়ে তিনটি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।

Back to posts
This post has no comments - be the first one!


Other Features

Please Support Us