watch sexy videos at nza-vids!
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology News
Please Support Us | Donate Minimum 1$
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology Sports
Please Support Us | Donate Minimum 1$
সাকিব-মুশফিকের ফর্ম নিয়ে চিন্তিত নন মাশরাফি - Masudwap
»Latest Update
Tags: CRICKET

সাকিব-মুশফিকের ফর্ম নিয়ে চিন্তিত নন মাশরাফি

সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান দুই স্তম্ভ । তাদের অভিষেকের পর থেকে এখন পর্যন্ত পাওয়া বাংলাদেশের প্রতিটি জয়ে সামনে থেকেই অবদান রেখেছেন এই দুই সেনানী । একজন হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার আরেকজন পরিণত হয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং লাইন-আপের প্রধান স্তম্ভে ।
কিন্তু সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে এই দুই তারকা ঠিক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি । পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট হাসেনি প্রত্যাশামতো । টি-২০ ফরম্যাটে হওয়া এশিয়া কাপ ২০১৬ তে পাঁচ ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ৪০ যেখানে সর্বোচ্চ মাত্র ১৬ রান। অন্যদিকে আরেক অভিজ্ঞ যোদ্ধা সাকিব আল হাসান পাঁচ ম্যাচে করেছেন ৭৭ রান আর শিকার করেছেন পাঁচ উইকেট। এ পারফরম্যান্স যে অলরাউন্ডার সাকিবের সাথে যায় না ।
বুধবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ মিশনের আগে সাকিব, মুশফিকের এই অফ ফর্ম বাংলাদেশি সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে । দলের এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুজ্জ্বল পারফরম্যান্স ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের । তবে বাংলাদেশ দলনেতা মাশরাফি বিন মোর্তাজা সাফ জানিয়ে দিয়েছেন মুশফিক সাকিবকে নিয়ে তিনি মোটেও চিন্তিত নন ।
ভারতের ধর্মশালায় নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। মাশরাফি বলেছেন –
“তাদের নিয়ে আমি মোটেও চিন্তিত না। ওরা (সাকিব, মুশফিক) জানে ওদের ভূমিকা কী। ক্রিকেট খেলাটাই এমন, আর টি-টোয়েন্টি তো আরও বেশি। শুধু কল্পনা করেন, এই অবস্থায় ওরা যদি ওদের সেরা ফর্মে থাকে আমাদের দল আনপ্লেয়েবল হয়ে যাবে। আমি জানি ওরা সঠিক সময়ে জ্বলে উঠবে। আমি এ নিয়ে খুব বেশি চিন্তিত না।”
টাইগার অধিনায়ক কথা বলেছেন ফর্মের তুঙ্গে থাকা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও । এশিয়া কাপের পাঁচ ম্যাচের চার ম্যাচেই রিয়াদ ছিলেন অপরাজিত। পাঁচ ম্যাচে ১২১ গড়ে করেছেন ১২১ রান । এখন দারুণ ফর্মে থাকা রিয়াদকে কি উপরের দিকে ব্যাটিং করানো যায় ? এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেছেন – “একটা দলে একজন যখন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান পারফর্ম করে তখন এই কথা উঠাটা খুবই স্বাভাবিক। যেটা আমি অনেক দিন ধরে দেখে আসছি যে। সবাই বলে, ওকে কেন ওপরে খেলাও না। আবার দেখেন মুশফিক-সাকিব ওরা কিন্তু বাংলাদেশ দলকে যথেষ্ট সার্ভিস দিয়ে এসেছে। আমরা একজনকে পেতে গিয়ে দুইজনকে হারাতে চাই না। আমরা রিয়াদকে নিয়ে যে পরিকল্পনা করেছিলাম, তা প্রায় সফল। শেষ দুটি সপ্তাহ টি-টোয়েন্টিতে আমাদের ভালো গিয়েছে, এই সময়ে মাথা আরও বেশি ঠাণ্ডা রাখা উচিত। আমরা অবশ্যই চেষ্টা করবো রিয়াদকে যতটা সম্ভব ব্যাটিং করানোর। আবার তা আমাদের পরিকল্পনার ভেতরে থেকেই।” From-
-নাদের চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটিম.কম

Back to posts
This post has no comments - be the first one!


Other Features

Please Support Us