watch sexy videos at nza-vids!
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology News
Please Support Us | Donate Minimum 1$
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology Sports
Please Support Us | Donate Minimum 1$
ভারতের ধর্মশালায় খেলতে চায় না পাকিস্তান - Masudwap
»Latest Update
Tags: CRICKET

ভারতের ধর্মশালায় খেলতে চায় না পাকিস্তান


হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে ভারতের সঙ্গে খেলতে রাজি নয় পাকিস্তান। ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দেশটি আবেদন করেছে। ১৯ মার্চ ধর্মশালায় আইসিসি টি২০ বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানের তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত সোমবার ধর্মশালা পরিদর্শন করেছে। দলটির প্রতিবেদন অনুযায়ী, এখানে নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনটি পাকিস্তানের ক্রিকেট বোর্ডে (পিসিবি) জমা দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারের বরাত দিয়ে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পূর্বঘোষিত সময় অনুযায়ী বুধবার তাদের দল ভারতে যাবে না।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে পিসিবি এক লিখিত বার্তায় আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কাছে ১৯ মার্চের পাকিস্তান-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তনের আহ্বান জানায়। ম্যাচের ভেন্যু কলকাতা বা মোহালি হলে পাকিস্তানের কোনো আপত্তি নেই।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইর একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আইসিসির কাছে পিসিবির আবেদনের কথা তাঁরা জানতে পেরেছেন। তবে ম্যাচটি এখনো অন্য কোনো ভেন্যুতে পরিবর্তন করা সম্ভব। এ ক্ষেত্রে সম্ভাব্য ভেন্যু হতে পারে কলকাতা অথবা বেঙ্গালুরু। মোহালিতে এরই মধ্যে পাকিস্তানের দুটি ম্যাচ হওয়ার কথা। কলকাতায় হওয়ার কথা একটি। আর দিল্লিতেও ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে কিছু সমস্যা আছে।

ওই কর্মকর্তা আরো বলেন, আইসিসি ও বিসিসিআই আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর আজই পাকিস্তান পুরুষ দলের ভারতে আসার কথা।

জানা গেছে, পাকিস্তান সরকার পিসিবিকে প্রাথমিকভাবে ভারতে খেলার অনুমতি দিয়েছে। তবে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হলে তারা খেলতে যাবে না।

এর আগে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং বলেছিলেন, সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলার দায় পাকিস্তান স্বীকার না করলে তারা পাকিস্তান দলকে নিরাপত্তা দিতে পারবে না। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ধর্মশালায় খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।


Source : Ntv

Back to posts
This post has no comments - be the first one!


Other Features

Please Support Us