watch sexy videos at nza-vids!
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology News
Please Support Us | Donate Minimum 1$
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology Sports
Please Support Us | Donate Minimum 1$
দেখে নিন Nokia মোবাইল Reset ও Format করার পদ্ধতি - Masudwap
»Latest Update

দেখে নিন Nokia মোবাইল Reset ও Format করার পদ্ধতি

Nokia mobile সিস্টেম file

সমস্যা হলে reset দেয়ার
প্রয়োজন পড়ে।কিন্তু
অনেকেই
জানেন না reset দেয়ার
সঠিক
উপায়।Nokia mobile গুলোর
Reset দুই ভাগে ভাগ
করা যায়। Soft Reset ও
Hard
Reset.নিচে এ
বিষয়ে বিস্তারিত
আলোচনা করলাম।
সতর্কতাঃ phone reset
করার
আগে আপনার প্রয়োজনীয়
সকল তথ্য
মেমরিকার্ডে ঢুকিয়ে রাখুন
এবং মেমরি কার্ড ও সিম
কার্ড
phone থেকে খুলে রাখুন।
লক্ষ্য
রাখবেন যাতে phone এ
পর্যাপ্ত
চার্জ থাকে। তারপর ফোন
চালু
করে reset দিন।
১. Soft
Reset Phone এ
সমস্যা হলে প্রথমে যে Reset
পদ্ধতি প্রয়োগ
করতে হয়তা হলো soft
reset.এটি দুই
ভাবে দেয়া যায়ঃ ==>Menu
থেকেঃ এজন্য
আপনাকে প্রথমে"Restore
Factory Settings"অপশন
টা খুঁজে বের করতে হবে।
সাধারণত
এটি Menu>Settings>Phone>এ
থাকে।
খুঁজে পেলে"Restore
Factory
Settings"সিলেক্ট
করে okpress করুন।
Security
code চাইলে security
code
দিন। (security code
ডিফল্ট
ভাবে 12345 থাকে।)
==>সরাসরিঃ এজন্য
phone থেকে # 7780#
ডায়াল করুন।
তারপর Security code
দিন।
Resetting process শুরু
হলে এটি কিছুক্ষণ পর
একা একা Off হয়ে আবার
On হবে,
অর্থাৎ restart হবে।
তারপর"Restoring
Complete"লেখা আসলে বুঝবেন
আপনার phone টি reset
হয়েছে।
{Tameem’s Tips}
২. Hard Reset
যদি Soft reset এর
মাধ্যমে phone
এরসমস্যা দূর
না হয় তখনই কেবলমাত্র
Hard
Reset পদ্ধতি প্রয়োগ
করতে হয়।
HardReset দিলে phone
কেনার সময় যেমনটি ছিল
ঠিক
সেরকম হয়ে যায়, অর্থাৎ
ফোনের সকল তথ্য
মুছে যায়।
তবে অনেক java phone ও
পুরাতন
মডেল এর phone
গুলোতে এই
পদ্ধতি থাকেনা।Hard
reset ও
দুই ভাবে দেয়া যায়ঃ
==>সাধারণভাবেঃএ জন্য
phone থেকে
#7370#
ডায়াল করুন।
তারপর security code
দিন।
==>বিকল্প
পদ্ধতি (Operating
System চালু নাহলেঃ)
অনেক সময়
phone on করলে এটি চালু
না হয়ে শুধু NOKIA
লেখা এসে বসে থাকে কিংবা কোনকিছু
দেখা যায় না, শুধু
ডিসপ্লে জ্বলে থাকে। এমন
অবস্থায় এই
পদ্ধতিতে ফোনের
Hard Reset
দেয়া ছাড়া কোন
উপায় থাকেনা।
এটি করতে হয় phone off
অবস্থায়।
তাই এ পদ্ধতিতে phone
on
থাকলে প্রথমে তা off
করে নিতে হবে।
যদি সাধারণভাবে off
না হয় (Operating
System এ
সমস্যা থাকলে)
তাহলে ব্যাটারি খুলে এটিকে off
করে নিতে হবে। তারপর
ব্যাটারি পুনরায় লাগান।
কিন্তু
phone on করবেন না।
এবার নিম্নের মত কাজ
করুনঃ
আপনার ফোনের স্টার ( * )
KEY,”3″নম্বর KEY, সবুজ
(কল)
বাটন এবং Power বাটন
একসাথে চেপে ধরে রাখুন
যতক্ষণনা ডিসপ্লে তে NOKIA
লেখা ও আলো দেখা যায়।
Nokia 5800 এর জন্যঃ সবুজ
(কল)
বাটন, লাল (রিজেক্ট)
বাটন,multimedia বাটন ও
Power বাটন
একসাথে চেপে ধরে রাখুন।
Nokia N97 এর জন্যঃShift
+
space + delete
এবং Powerবাটন
একসাথে চেপে ধরে রাখুন।
অন্যান্য Nokia S60v5
ফোনের
জন্যঃসবুজ (কল) বাটন, লাল
(রিজেক্ট) বাটন, camera
বাটন
এবং Power বাটন
একসাথেচেপে ধরে রাখুন।

Back to posts
Comments:
nil on 2012-11-14

gd

Nabil on 2012-11-13

Darun!



Other Features

Please Support Us