watch sexy videos at nza-vids!
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology News
Please Support Us | Donate Minimum 1$
Masudwap
Home Hacking News Cyber Security News Facebook Tricks Lifestyle Technology Sports
Please Support Us | Donate Minimum 1$
মেমরী কার্ড লক হলে যা করবেন। - Masudwap
»Latest Update

মেমরী কার্ড লক হলে যা করবেন।

মোবাইল ব্যবহার করেন না এমন
লোক সম্ভবত এখন
খুজে পাওয়া যাবে না আর এখন
প্রায় সকল মোবাইল সেট
মাল্টিমিডিয়া যুক্ত অর্থাত
তাতে মেমরী কার্ড থাকবেই।
মোবাইল দিয়েই এখন
কিছুটা হলেও কম্পিউটারের
চাহিদা পূরণ করা যায়। গান
শোনা, ভিডিও দেখা ও
গেমিং ইত্যাদি থেকে শুরু
করে প্রায় বেশিরভাগ
বিনেদনই মোবাইল দিয়েই
করা যায়। তাই এই সব
বিনেদনের জন্য
মোবাইলে মেমোরী কার্ড
একটি অপরিহার্য বস্তু।
এবং এইসব কিছুর জন্য
মেমোরী কার্ডের দিকেই
ঝুকে থাকতে হয়।
মেমোরী কার্ডে পারসোনাল
অনেককিছুই রাখা হয়। তাই
আমরা সাধারণত
মেমোরী কার্ডকে পাসওয়ার্ড
প্রটেক্টট করে রাখি।
যাতে মেমোরী কার্ডটি অন্য জন
ব্যবহার করতে না পারে। এখন
যদি আপনার পাসওয়ার্ড
না মনে থাকে?
আজকে আমি আপনাদেরকে একটি পদ্ধতি দেখাব
যার
মাধ্যমে আপনি অনায়াসে আপনার
মেমোরী কার্ডটি আনলক
করতে পারবেন। তবে আপনার
মেমোরী কার্ডে থাকা ফাইলগুলি আর
ফেরৎ পাবেন না।
মেমোরী কার্ড আনলক করার জন্য
আপনাকে নোকিয়ার সিম্বিয়ন
অপারেটিং সিস্টেম এর S60
3rd, 5th, Symbian^3 ও
Symbian Anna এডিশন এ
চালিত যেকোন একটি সেট
লাগবে। এবং সেই সেটের ফোন
মেমরীতে একটি ফাইল
ম্যানেজার অবশ্যই ইন্সটল
করা থাকতে হবে।

* Nokia 5530 Xpress Music
সেটটি দিয়ে এই
পদ্ধতিটি বর্ণনা করছি-

*আপনার পাসওয়ার্ড
ভূলে যাওয়া মেমোরী কার্ডটি সেটে ঢুকান।
পাসওয়ার্ড চাইলে Cancel
করে দিন।
*আপনার ফাইল
ম্যানেজারে (File Manager)
যান।
এবং মেমোরী কার্ডে প্রবেশ
করুন।
*এরপর Options এ ক্লিক
করে Memory Card Options
থেকে Format এ ক্লিক করুন।
এখানে আপনি অনায়াসে মেমরী ফর্মাট
করতে পারবেন। তার পর
যে কোন মোবাইলে তা ব্যবহার
করুন।

Back to posts
Comments:
Md sakib Uddin on 2014-03-25

vai X-plore Die password ta show kora jai.

Debjit on 2014-01-26

Bekar.karon format korte geleo password chai6e.r kichu upai ache?

Munna Ahmed on 2013-09-11

Eita ki n2700 te hobe niki?



Other Features

Please Support Us